নতুন বার্তা,ঢাকা: নিজেদের সমন্বয় সভার ‘কারণ’ দেখিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ না দেয়ার কথা জানালেও অবশেষে সরকারের অনুরোধে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা সিদ্ধান্ত পাল্টিয়েছেন। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে না গেলেও বিকেলে বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানার গুলশানের বাসায় বৈঠক করে তারা এ সিদ্ধান্ত নেন।
জানা গেছে, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাক্সের মাধ্যমে একটি কূটনৈতিক বার্তা পাঠানো হয়। ওই বার্তায় বলা হয়, ইইউর একটি সমন্বয় সভা রোববার অনুষ্ঠিত হবে। তাই বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেয়া সম্ভব নয়। আজ সকালে তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাননি।
সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সিদ্ধান্তের পর সরকার তাদের কয়েক দফা অনুরোধ জানায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে এক বৈঠকে বিকেলে বঙ্গভবনে যাওয়ার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, ঢাকায় ইইউর সদস্যদেশগুলোর মধ্যে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন ও বৃটেন ছাড়াও ইইউর মিশনের দফতর রয়েছে।
No comments:
Post a Comment