সিলেটে ১৮ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ৮ ॥ বিএনপি নেতা গুলিবিদ্ধ

Thursday, December 19, 2013

সিলেটে ১৮ দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ৮ ॥ বিএনপি নেতা গুলিবিদ্ধ


নিজস্ব প্রতিবেদক : সিলেটে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ। তাকে নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকাল ১১টায় মহানগরীর দক্ষিণ সুরমার তদমতলিতে মুক্তিযোদ্ধা চত্বরে এ সংঘর্ষ হয়।

অবরোধের তৃতীয়দিন সকাল ১০টা পর্যন্ত সিলেটে ১৮ দলের কোন তৎপরতা ছিলনা। এরপর আস্তে আস্তে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা চত্বরে জাময়েত হন। সেখান থেকে বের করা হয় একটি মিছিল। মিছিলটি হুমায়ুন রশীদ চত্বর ঘুরে এসে মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশের উদ্যোগ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় সামনে দাঁড়ানো নিয়ে এক বিএনপি নেতা ও এক জাগপা নেতার কথা কাটাকাটির জের ধের বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ এগিয়ে আগো। তখন ১৮ দলের নেতাকর্মীরা পুলিমকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। ফলে সংঘর্ষ বাঁধে। একই সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে পুলিশ ১৮ দলের নেতাকর্মীদের লক্ষ্য করে টিআর সেল ও শটগানের গুলি ছুঁড়লে বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী গুলিবিদ্ধ হন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License