সর্বদলীয় সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে মানুষ হত্যা রাজনীতি শুরু করেছে। কিন্তু শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোলার ফাঁসির মাধ্যমে নির্বাচনী ওয়াদা পূরণ করতে যাচ্ছেন। তিনি বলেন, রাজনীতির নামে মানুষ খুন কোন সভ্যসমাজ মেনে নেবে না। সরকার জনগণের নিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বসবেন নাÑসেন্টার কমিটি গঠন করে নির্বাচনী কাজ চালিয়ে যান। ছাত্রলীগ নেতাকর্মীদের গ্র“পদ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ছাত্রলীগ। তাদের গতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে আ’লীগ যেকোন লক্ষ্যে পৌছতে সক্ষম হয়। এজন্য ছাত্রলীগের ব্যাপারে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার কথা বলেন শিক্ষামন্ত্রী।
রোববার সকালে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উলেখ্য, আসন্ন নির্বাচনে সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় সংসদ সংসদ নির্বাচিত হচ্ছেন। এজন্য কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের তিনি মিষ্টিমুখ করান।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের পরিচালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া, যুগ্ম সম্পাদক হাজি মোশতাক আহমদ, সহ সাধারণ সম্পাদক শামছ উদ্দিন মাখন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল হোসেন, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক মো. জামাল হোসেন প্রমুখ।
No comments:
Post a Comment