প্রত্যেক বাঙালিকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে : জেলা প্রেসক্লাবে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অহংকার। প্রত্যেক বাঙালিকে একাত্তরের চেতনা ধারণ করতে হবে। না হলে এগিয়ে যাওয়া যাবে না।
শনিবার ২১ ডিসেম্বর বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত 'মাহা-জেলা প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, খেলাধুলার মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে।
তিনি বলেন, খেলাধুলা মানুষের দেহ ও মনের উৎকর্ষ সাধন করে। শরীর ও মনের খোরাক হচ্ছে খেলাধুলা। সাংবাদিকরা তাদের পেশা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তাই খেলাধুলা বা বিনোদনের খুব একটা সুযোগ পান না। মাহার সহযোগিতায় জেলা প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সাংবাদিকদের চিত্তবিনোদনের সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সিলেট ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও ক্রীড়া প্রতিযোগিতার পৃষ্ঠপোষক মাহার কর্ণধার মাহী উদ্দিন সেলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাহা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সম্পৃক্ত থাকার চেষ্টা করছে। আগামীতেও সিলেট জেলা প্রেসক্লাবের পাশে থাকবে।
No comments:
Post a Comment