ছাতকে পাকিস্তানের পতাকা পোড়ালেন মুক্তিযোদ্ধারা ॥ সিলেটে গণজাগরণ মঞ্চের মিছিল
ছাতক প্রতিনিধি : বাংলাদেশে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করায় পাকিস্তানে ধৃষ্টতার প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকে মুক্তিযোদ্ধার বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার ২০ ডিসেম্বর সকালে ছাতক শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
পরে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পতাকা পোড়ান এবং ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া, গোলাম মোস্তফা, রজব উদ্দিন, কবির মিয়া, শাহাব উদ্দিন, তালেব আলী, রবীন্দ্রনাথ মিন্টু, সুরুজ আলী, কানাই লাল দাস, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামী লীগ নেতা কল্যাণব্রত দাস, যুবলীগের সাব্বির আহমদ, বাবুল রায়, সুহেল মাহমুদ, ছাত্রলীগ নেতা সজিব মালাকার, সুব্রত হালদার, তন্ময় দেব ও পিংকু দেসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটে বিক্ষোভ মিছিল : ঢাকায় পাকিস্তান দূতাবাস ঘেরাওকালে গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশের হামলা, লাঠিচার্জ ও নেতৃবৃন্দকে আহত করার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ্
শুক্রবার বিকেলে গণজাগরণ মঞ্চ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সুব্রত চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আল-আজাদ ও মোকাদ্দেস বাবুল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু ও সংগঠক একুশ তাপাদার।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে ফিরে আসে।
No comments:
Post a Comment