কানাইঘাটে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের ১ জনের মৃত্যু : ৩ জন অসুস্থ

Thursday, December 19, 2013

কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ গ্রামে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের একজনের মৃত্যু ও মহিলাসহ ৩ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


জানা যায়, গত বুধবার রাত অনুমান ১০ টার সময় বাউরভাগ গ্রামের মৎস্যজীবী আব্দুল লতিফ (৩৫) স্থানীয় একটি বাজারে মাছ বিক্রি করে অবশিষ্ট কিছু পটকা ও পুটি মাছ বাড়ীতে নিয়ে আসেন। রাত ১১টার দিকে ফটকা মাছের তরকারী খেয়ে আব্দুল লতিফ ও তার স্ত্রী নাজিয়া বেগম (৩০), পিতা বৃদ্ধ মুফজ্জিল আলী (৭৫), মা গুলজার বেগম (৬০) গভীর রাতে পেটের পীড়া জনিত বিষক্রিয়া আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।


গতকাল ভোরে বাড়ীর লোকজন একই পরিবারের অসুস্থ এ ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে বিষক্রিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধ মুফজ্জিল আলী। অসুস্থ গুলজার বেগম, নাজিয়া বেগম ও আব্দুল লতিফকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন পটকা মাছের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মুফজ্জিল আলীর মৃত্যু ও অন্যরা অসুস্থ হন।


চিকিৎসাধীন নাজিয়া বেগম জানান, বুধবার রাত ১১টার দিকে শুধুমাত্র মরিচের ফাঁকি দিয়ে রান্না করা ফুটকুরা মাছের তরকারি খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে পরিবারের সবাই পেট জনিত বিষক্রিয়ায় আক্রান্ত হন





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License