সিলেটসহ সারাদেশে শান্তির স্বপক্ষে ব্যবসায়ী সমাজের সাদা পতাকা হাতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) আহ্বানে সিলেটসহ সারাদেশে সাদা পতাকা হাতে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
সংঘাত, প্রাণহানি ও শিল্প-বাণ্যিজের ধ্বংসের পথ পরিহার করে শান্তির স্বপক্ষে দেশের ব্যবসায়ী সমাজের এই সাদা পতাকার মানববন্ধন রবিবার ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একই সময়ে সারাদেশে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর জেলরোড এলাকায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক সালাউদ্দিন আলী আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক কর্মকর্তা এটিএম শোয়েব, জুবায়ের আহমদ চৌধুরী, খন্দকার সিপার আহমদ, হার্ডওয়ার মার্চেন্ট এসোসিয়েশনের সবাপতি আব্দুল হান্নান, চুনাপাথর আমাদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, গেস্ট হাউস ওনার্স গ্রুপের সভাপতি খলিলুর রহমান মাসুম, মটর পার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
বক্তারা রাজনৈতিক সংঘাত বন্ধ করে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতি আয়োজিত জেল রোড থেকে স্টেশন রোড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ সাদা পতাকার মানববন্ধনে প্রায় আড়াই হাজার দোকান মালিক ও অন্যান্য ব্যবসায়ী অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জহির শাহ ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম শাহীসহ অন্যরা।
No comments:
Post a Comment