শীর্ষ নিউজ,ঢাকা : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের পরে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে প্রয়োজনে সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন দেওয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের সাঙ্গে আলোচনা চলতে থাকবে। বিরোধী দল হরতাল অবরোধ বন্ধ করলে এবং তাদের সঙ্গে সমঝোতা হলে এবারের নির্বাচনের পর সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দেওয়া হবে।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, অবরোধের খেলা বন্ধ করুন, নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিরোধী দল নির্বাচনের ট্রেন মিস করেছেন। হরতাল অবরোধ বন্ধ না করে মানুষের জানমালের নিরাপত্তা দিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
No comments:
Post a Comment