লেখক-গবেষক সৈয়দ মোস্তফা কামালের দাফন সম্পন্ন ॥ সিলেটের বিশিষ্টজনদের শোক
বিশিষ্ট লেখক-গবেষক সৈয়দ মোস্তফা কামালের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ২১ ডিসেম্বর বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা জামে মসজিদে নামাজে জানাজা শেষে দরগা কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের বড় জামাতা সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। নামাজে জানাজায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সাংসদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, কেমুসাস সভাপতি হারুনুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মানিক, সাংবাদিক মুকতাবিস উন নূর, ইকবাল সিদ্দিকী, আফতাব চৌধুরী, কবি মুকুল চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, লে. কর্নেল (অব) আতাউর রহমান পীর, মাওলানা আব্দুল হাই জেহাদী, এম. এ মালেক খান, গল্পকার সেলিম আউয়াল, কবি আব্দুল মুকিত অপি, সৈয়দ মবনু, জাহিদ উদ্দীন চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নূর আহমদ, সিলেট রির্পোট ডটকম সম্পাদক রুহুল আমীন নগরী, মাওলানা জমির উদ্দীন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবু খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় সৈয়দ মোস্তফা কামালের মরদেহ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাখা হয়। সেখানে সিলেটের লেখক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমান।
শুক্রবার রাত পৌণে ১১টায় শাহজালাল উপশহরস্থ নিজ বাসবভনে সৈয়দ মোস্তফা কামাল ইন্তেকাল করেন।
No comments:
Post a Comment