আমাদের সিলেট ডটকম:
সিলেট শহরতলীর টুকের বাজারে সংঘটিত ২ বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আজ।
২০১১ সালের ১৬ ডিসেম্বর টুকের বাজারের চেঙ্গের খালে নৌকা ভ্রমণে গিয়ে দুস্কৃতকারীদের হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবির নিহত হন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আজ বৃহষ্পতিবার চাঞ্চল্যকর এই ডাবল মার্ডার মামলার রায়ের তারিখ ধার্য্য করেছেন।
ইতোমধ্যে মামলার ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের গ্রহণসহ অন্যান্য বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ ১৯ ডিসেম্বর মামলার রায় প্রদানের তারিখ ধার্য করেন। মামলায় অভিযুক্ত ১১ আসামী বর্তমানে জেল হাজতে রয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত: ২০১২ সালের ১৬ ডিসেম্বর চেঙ্গেরখালে নৌকা ভ্রমণ করতে যান অনিক ও খায়রুলসহ তাদের কয়েক জন সহপাঠি। এ সময় স’ানীয় ১০/১২ জন যুবক তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে খায়রুল ও অনিক প্রাণ বাঁচাতে পানিতে পড়ে গেলে দুজনেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।স্থানীয় জনতা কয়েক জন আসামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এছাড়া, কয়েক জন আসামী স্থানীয় জনপ্রতিনিধিদের উপসি’তিতে আদালতে আত্ম সমর্পন করে। এ ঘটনায় গত বছরের ১৫ জুন ১১ জনকে অভিযুক্ত করে চার্যশীট প্রদান করে। একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
শাবি’র ২ ছাত্র হত্যা মামলার রায় আজ
Wednesday, December 18, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment