জোহরা তাজউদ্দিন মারা গেছেন

Thursday, December 19, 2013

শীর্ষ নিউজ, ঢাকা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিন আর নেই (ইন্নালিল্লাহে….রাজেউন)।


শুক্রবার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত নভেম্বরে পড়ে গিয়ে জোহরা তাজউদ্দীন গুরুতর আহত হন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দিল্লির একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার হলে কিছুটা উন্নতি দেখা দিলে গত ১৭ ডিসেম্বর ঢাকায় এনে পুনরায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শ্বাসকষ্ট হলে তাকে ভেন্টিলেশন দিয়ে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শুক্রবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আজ বাদ জুমা গুলশান মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোহরা তাজউদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


সৈয়দা জোহরা তাজউদ্দীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ও গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য ও দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিমিন হোসেন রিমির মা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License