আমাদের সিলেট ডটকম: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীঞ্জ) আসনের সতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ফারুক আহমদ নিজের নির্বানী প্রচারণার কাজ শুরু করেছেন। সুহেল আহমদ এর পরিচালনায় ও আহাজ্ব, ওয়াহিদুল্লার সভাপতিত্বে তিনি গতকাল গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক বাজারে স্থানীয় এলাকবাসীর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের সম্পদ নির্বিচারে ধংশ হচ্ছে, রেল লাইন উপড়ে ফেলা হচ্ছে ট্রেন ও রেল ষ্টেশন জালিয়ে দেওয়া হচ্ছে, দেশের হাইওয়ের বেইলী ব্রীজ ভেঙ্গে ফেলা হচ্ছে, রাস্তা ঘাট কেটে দেওয়া হচ্ছে, একে অপরের ব্যবসা প্রতিষ্টানে ভাংচুর ও আগুন ধরিয়ে দিচ্ছে, ব্যাংক যানবাহন শিল্প প্রতিষ্টানে হামলা, লুটপাঠ অথবা আগুন দিয়ে ও পুড়িয়ে দিয়ে দেশের মারাত্বক ক্ষতি সাধন করছে। এসময় তিনি দেশের প্রধান বিরোধীদল বিএনপি কে উদ্যেশ্য করে বলেন দেশের উন্নয়নের কথা ভাবুন দেশকে ভালো বাসুন কিন্তু দেশ ও জনগণের ভোগান্তি হয় এমন রাজনৈতিক কর্মসূচী পরিহার করুন এবং জনসম্পৃক্ততামূলক কর্মসূচী বন্ধ করুন। জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে দাবি আদায়ের পথে হাটলে ধীরে ধীরে এদেশের আপামর জনসাধারনের কাছে পানসে হয়ে যাবে। একসময় তারা এ দাবী থেকে মুখফিরিয়ে নেবে তখন পাশে কেউ থাকবে না। কাজেই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের এক বিন্দু ক্ষতিসাধন না হয় সেই চিন্তা করুন। যাতে প্রতি পক্ষদল এটাকে কোন বিচ্ছিন্ন আন্দোলন হিসাবে অখ্যায়িত করতে না পারে। এসময় তিনি আরো বলেন কোম্পানীগঞ্জ, সালুটির, গোয়াইনঘাট রাস্তার বেহাল দশা দেখে বুঝা যায় এই আসনে নির্বাচীত কোন সংসদ সদস্য থাকলে রাস্তার এমন বেহাল দশা হতো না। পাশাপাশি তিনি বলেন আমাদের নিজ উপজেলা হরিপুর গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন, জাফলং, ভোলাগঞ্জ, বিছনাকান্দি পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন করে দেশের বিভিন্ন রাস্তাঘাট ও সু-উচ্ছ প্রাচির গড়া হচ্ছে কিন্তু এলাকার মানুষ এসকল সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। অপরদিকে বৃহস্পতিবার রাত ১০টা ১মিনিটে দেশের রাজধানী মিরপুরের কসাই হিসাবে কুখ্যাত জামায়াত নেতা কাদের মুল্লার ফাসি কার্যকর করা হয়েছে। ক্রমান্নয়ে এদেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার কার্য শুরু হবে। তাই দেশদ্রোহীদের ছেড়ে সততার মাপকাঠি সঠিক পথ অনুসরণ করুন। দশম জাতীয় নির্বাচনী জনসভায় তিনি সকল’র প্রতি উদার্ত্ত আহŸান জানান। আগামী সংসদ নির্বাচনে আনারস প্রতিক মার্কায় আপনাদের মূল্যেবান ভোট দিয়ে প্রতিটি এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার আহক্কান জানান। স্বাগত বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউ/পি যুবলীগ’র সাধারণ সম্পাদক এম.এ মালিক এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নুরুজ্জামান সাবেক চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মাসুকুর রহমান, ৩নং চারিকাটা ইউ/পি চেয়ারম্যন আয়ুব আলী, চারিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, পূর্ব জাফলং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাসুল হক, ডাক্তার শফিকুর রহমান, গোয়াইনগঘাট উপজেলা উলামালীগের সভাপতি গোলাম জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাবিবুর রহমান (টেন্ডল) ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, সেলিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান, চারিকাটা ইউ/পি যুবলীগ’র সহ-সভাপতি সেলিম আহমদ, প্রমুখ।
সিলেট-৪ আসনে সতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ফারুক আহমদ’র প্রচারনা শুরু
Sunday, December 15, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment