সরকার ক্ষমতার মোহে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে
১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও মহানগর বিএনপির সভাপতি এম. এ হক বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার মোহে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। মহান বিজয় দিবসের প্রাক্কালেও সরকার জনগণের বাক স্বাধীনতা হরণের ফ্যাসিবাদী রাজনীতি থেকে সরে আসতে পারে নি। ১৮ দলীয় জোটের পূর্বনির্ধারিত কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশে বাধা দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা করেছে।
তিনি আরো বলেছেন, এই অবস্থা চলতে দেয়া যায়না। গণতন্ত্রবিনাশী এই সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠার চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
রবিবার ১৫ ডিসেম্বর বিকেলে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বন্দর বাজার পেপার পয়েন্টে এক সমাবেশে এম. এ হক সভাপতির বক্তব্য রাখছিলেন।
কোর্ট পয়েন্টে এই সমাবেশ আহ্বান করা হয়েছিল: কিন্তু পুলিশ সেখানে সমাবেশ করতে না দেয়ায় ১৮ দলের নেতাকর্মীরা মিছিল করে পেপার পয়েন্টে গিয়ে সমাবেশ করেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গাফফার, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, মো. শাহজাহান আলী প্রমুখ।
No comments:
Post a Comment