সিলেটে আলীগের বিজয় শোভাযাত্রা ॥ জামাত-শিবিরের স্বপ্ন ভেঙ্গে খান খান করে দিন
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামী লীগ বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে।
রবিবার দুপুর ১২টায় মহানগরীর রেজিস্টারি মাঠ থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বিজয় শোভাযাত্রাটি বের করা হয়।
বিশাল এ বিজয় শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা চৌমোহনায় গিয়ে শেষ হয়।
বিজয় শোভাযাত্রা শেষে আম্বরখানা চৌমোহনায় এক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতাবিরোধী জামাত-শিবির বিএনপির কাঁধে ভর করে মহান বিজয়ের মাসের শুরু থেকেই সারাদেশে নাশকতায় লিপ্ত হয়েছে। এর থেকেই বুঝা যায়, এই চক্র এ দেশেকে আবার পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছে।
তারা একাত্তরের মতো জামাত-শিবিরের স্বপ্ন ভেঙ্গে খান খান করে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে, ২০২১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখ ও সমৃদ্ধি অর্থাৎ অর্থনৈতিক মুক্তি এনে দেবে।
No comments:
Post a Comment