নতুন বার্তা,ঢাকা: সোমবার বিকেলে মহান বিজয় দিবসে উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। এর আগে সকালে স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতেও যাননি ইইউ রাষ্ট্রদূতরা।
কারণ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের সদর দফতর ব্রাসেলস থেকে জরুরি ভিত্তিতে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই রিপোর্ট তৈরির জন্য আজ ইইউ’র রাষ্ট্রদূতরা কো-অর্ডিনেশন মিটিংয়ে বসছেন। একারণে তারা সকালে স্মৃতিসৌধে যোগ দিতে পারেননি।
ইউরোপীয় ইউনিয়ন সূত্রে জানা গেছে, বঙ্গভবনের বিজয় দিবসের অনুষ্ঠানেও যোগ দিতে যাচ্ছেন না তারা।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিযনের রাষ্ট্রদূতরা সকালে স্মৃতিসৌধে না যাওয়ার ব্যাখ্যা দিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। বিকেলে বঙ্গভবনেও তারা যোগ দেবেন না বলেই মনে করা হচ্ছে।
No comments:
Post a Comment