নতুন বার্তা,ঢাকা: পঞ্চমবারের মতো সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। ২১ ডিসেম্বর সকাল ছয়টা থেকে ২৪ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত এ অবরোধ চলবে। এর মধ্য দিয়ে এবার ৮৩ ঘণ্টার অবরোধের ফাঁদে পড়ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও ১০ম জাতীয় সংসদের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে এ অবরোধের ডাক দেয়া হয়েছে। একই দাবিতে ইতিমধ্যে চারবার অবরোধ পালন করেছে ১৮ দল।
সর্বশেষ ডাকা চতুর্থ দফার অবরোধ এখনো চলছে। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) শুরু হওয়া এ অবরোধ শেষ হবে ২০ ডিসেম্বর (শুক্রবার) ভোর ছয়টায়।
শুক্রবার বিরতি দিয়ে শনিবার সকাল থেকে আবার অবরোধের ফাঁদে পড়ছে বাংলাদেশ।
No comments:
Post a Comment