আমাদের সিলেট ডটকম:
সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের তথ্য-গবেষণা সম্পাদক সৈকত চন্দ্র রিমি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত রিমিকে ওসমানী হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তাকে ৪ ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুবেল আহমদ জানান, বেলা ১টার দিকে রিমি পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় আকস্মিকভাবে ৭/৮টি মোটর সাইকেল আরোহী ১০/১২ জন যুবক হামলা চালায় তার উপর। তারা দা-কিরিচসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিমিকে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত রিমিকে স্থানীয় জনসাধারণ রিমিকে সিএনজি অটোরিকশায় ওসমানী হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারী ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।
সুবেল জানান, রিমির মাথায়, গলায়, হাতে ও পায়ে দায়ের কোপে মারাত্মক জখম হয়েছে। এ সব স্থানে সেলাই দেয়া হয়েছে। হাতের আঘাত গুরুতর হওয়ায় সেখানে অস্ত্রোপচার লাগতে পারে ডাক্তাররা জানিয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত তাদে ৪ ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
সুবেল বলেন, হামলাকারীরা মুখোশ ও হেলমেট পরা ছিল। তাই তাদের চেনা যায়নি। তবে, রাজনৈতিক বিরোধের জের ধরে ছাত্রশিবির কর্মীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারনা করছি।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কাউকে আটক করতে সক্ষম হয়নি।
সিলেট পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
Tuesday, December 17, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment