কানাইঘাটে নজরুল হত্যায় ছাত্র শিবিরের ১৮ জনের বিরুদ্ধে মামলা ॥ হত্যাতালিকা উদ্ধার
আলিম উদ্দিন, কানাইঘাট : সিলেটের কানাইঘাট উপজেলায় যুবলীগ নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এই মামলায় ইতোমধ্যে গ্রেফতারকৃত ছাত্র শিবির নেতা পৌরসভার নন্দিরাই এলাকার সালেহ আহমদ ও সেলিম উদ্দিন এবং ধর্মপুর গ্রামের এনাম উদ্দিনসহ একই সংগঠনের ১৫ নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
নজরুল ইসলামের বড়ভাই দলইমাটি গ্রামের মনির উদ্দিন বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর (১৭) তারিখ ১৭/১২/১৩। কানাইঘাট থানা পুলিশের দাবি, নজরুল ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাই ছাত্র শিবিরের সক্রিয় কর্মী।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল চৌধুরী জানান, ১৫ ডিসেম্বর ভোররাতে পুলিশি অভিযানে গ্রেফতারকৃত ছাত্র শিবির নেতা সালেহ আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে জড়িত অন্যদের পরিচয় জেনে মামলায় আসামি করা হয়।
তিনি আরো জানান, সালেহ আহমদের কাছ থেকে নজরুল ইসলাম হত্যার ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য, জামাত-শিবিরের নাশকতামূলক কাজের পরিকল্পনা ও অর্থের যোগানদাতাদের নাম এমনকি রাজনৈতিক দলের নেতাদের হত্যার পরিকল্পনারও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তার ব্যবহৃত মোবাইলে এসএমএস ও ফেইসবুক আইডি থেকে পুলিশ নাশকতামূলক কর্মকাণ্ডের ভয়ঙ্কর তথ্য উদঘাটন করেছে বলেও ওসি জানান।
নজরুল ইসলাম ১৪ ডিসেম্বর রাতে খুন হন।
No comments:
Post a Comment