গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ রিজিওনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

Tuesday, December 17, 2013

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ রিজিওনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত


রকিব মনসুর, সুইনডন, ব্রিটেন : যথাযোগ্য মর্যাদায় সুইনডন শহরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে দি সাউথ রিজিওনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

altএ উপলক্ষে ১৬ ডিসেম্বর মিয়া রেস্টুরেন্ট হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে সেখানে সংগঠনের রিজিওনাল চেয়ারম্যান কমিউনিটি লিডার মো. আরজু মিয়ার সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সংগঠনের রিজিওনাল ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী এম. এ কাহারের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আব্দুল গণি ও জয়েন্ট সেক্রেটারি এসএম আলী আফরোজের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেইলি সিলেট ডটকম সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মৌলভীবাজার ডটকম সম্পাদক মনসুর আহমদ মকিস। বিশেষ অতিথি ছিলেন সুইনডন কাউন্সিলের লিড কাউন্সিলর জুনাব আলী, কাউন্সিলর আব্দুল আমিন, আয়োজক সংগঠনের রিজিওনাল ট্রেজারার মোস্তাক আহমদ, ওয়েলস শাখার ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রউফ, জয়েন্ট সেক্রেটারি শাহ মো. শাফি কাদির ও রিজিওনাল সাংগঠনিক সম্পাদক এম. এ আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস সেক্রেটারি আহমেদ হাবিব মারুফ, জামান চৌধুরী, আব্দুল বাছিত, আবু বকর জাকারিয়া, সালেহ আহমদ, হানিফ লসকর, মহরুজ্জামান, চৌধুরী, তুসির আলী কাদের, শাহ বাদশাহ মিয়া, আলী আফতাব, আলাউদ্দিন বাবলু, রিতা কর্মকার, নোয়াব আলী, আজাদ মিয়া ফারুক, রাজা মিয়া, আশরাফ চৌধুরী ও তহুর আলী।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী রওশনারা মনি সংগীত পরিবেশন করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License