বিয়ানীবাজার পুলিশ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, ধৃত মামুন পুলিশ এসল্ট, দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামী।
বিয়ানীবাজার থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুল আলম জানান, নাশকতার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবির নেতা আব্দুলাহকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
গোলাপগঞ্জে নেতৃবৃন্দের বাড়ীতে পুলিশী তলাশী : জামায়াতের উদ্বেগ
গত বুধবার রাতে গোলাপগঞ্জ পশ্চিম শিবিরের সভাপতি বুরহান উদ্দিন, পৌর সভাপতি সুুহেদ আহমদ ও সাবেক শিবির নেতা আমজাদ হোসেন লিকনের বাড়ীতে পুলিশি অভিযানে হয়রানী করায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে উপজেলা জামায়াত আমীর হাফেজ নাজমুল ইসলাম, সেক্রেটারী জিন্নুর আহমদ চৌধুরী, এ্যসিস্টেন্ট সেক্রেটারী, চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, মাওলানা আব্দুল কাইয়ুম, পৌর আমীর সৈয়দ নাসির উদ্দিন উদ্বেগ প্রকাশ করে হয়রানী বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানান।
No comments:
Post a Comment