আমাদের সিলেট ডটকম:
সিলেট সরকারী আলীয়া মাদ্রাসায় নিষ্ফল অভিযান চালিয়েছে পুলিশ। ছাত্র শিবির নেতাকর্মীদের গ্রেফতারের উদ্দেশ্যে এই অভিযান চালানো হলেও কাউকে না পেয়ে খালি হাতে ফিরে আসতে বাধ্য হয় পুলিশ।
জানা গেছে, আজ দুপুর ২টার দিকে কোতোয়ালী থানার সহকারী কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি এবং ওসি আতাউর রহমানের নেতৃত্বে প্রায় ২ শতাধিক পুলিশ আলীয়া মাদ্রাসা ক্যাম্পাস ঘিরে ফেলে। তারা ক্যাম্পাসের সবগুলো প্রবেশ পথ ও পশ্চিমাংশের মাদ্রাসা মাঠের পাশে অবস্থান নেয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কয়েক জন কর্মকর্তা মাদ্রাসা হোস্টেলে প্রবেশ করেন। এ সময় তালাবন্ধ কয়েকটি কক্ষের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করেন পুলিশ সদস্যরা। তারা কক্ষগুলো তল্লাশি করলেও কোন কিছু উদ্ধার করতে পারেনি। এ সময় হোস্টেলের কয়েক জন আবাসিক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেন তারা। পরে পুলিশ কর্মকর্তারা মাদ্রাসা অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করে চলে আসেন।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান আলীয়া মাদ্রাসাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, নাশকতার আশংকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলীয়া মাদ্রাসা তল্লাশি করা হয়েছে। তবে, কাউকে আটক করা হয়নি বা কোন কিছু উদ্ধার করা যায়নি।
সিলেট সরকারী আলীয়া মাদ্রাসায় পুলিশের নিষ্ফল অভিযান
Monday, December 16, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment