জয়পুরহাটে হরতালে জামাত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০
এস এস মিঠু, জয়পুরহাট : রবিবার ১৫ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হালট্রি এলাকায় জামাত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে ৩ জন নিহত এবং কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, হালট্রি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ভ্যান চালক ফিরোজ হোসেন (৩০) ও মমতাজ উদ্দিনের ছেলে ইনসান আলী (২৮) এবং পার্শ্ববর্তী জলাটুল গ্রামের ইকবাল হোসেনের ছেলে শাকিব হোসেন (২৫)।
এ ঘটনার পর জামাত-শিবির কর্মীরা শহরে দুটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জয়পুরহাট পৌর এলাকায় বিকাল ৫টা থেকে পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতাল চলাকালে জামাত-শিবিরের নেতাকর্মীরা পুরানাপৈল এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে এবং কৃষি ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ও র্যাবের টহল দল সেখানে পৌঁছে টিয়ারশেল ও ফাঁকা গুলি করলে জামাত-শিবির ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে তারা তিন কিলোমিটার দূরে হালট্টি মোড়ে অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করলে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে।
আহতদের মধ্যে ৮ জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতাল ও পাঁচবিবির মহিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments:
Post a Comment