আগৈলঝাড়ায় বর্ধিতসভায় আবুল হাসানাত আব্দুল্লাহ : লড়াই জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে
আগৈলঝাড়া প্রতিনিধি : জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, এখন লড়াই জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। আগামী নির্বাচন অস্তিত্বের লড়াই। এ লড়াইয়ে জয়ী হতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 'নৌকা' প্রতীকে ভোট দিতে হবে।
তিনি আরো বলেছেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘুসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছিলেন তা ভুলে গেলে চলবেনা। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারলে আবারো সবাইকে নির্যাতন-নিপীড়নের শিকার হতে হবে।
বুধবার ১৮ ডিসেম্বর সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের এসএম বালিকা বিদ্যালয়ের হলরুমে বরিশাল-২ আসনভুক্ত আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে এত বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, শোলক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল হালিম, ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন সবুজ, উপজেলা যুবলীগ সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহানারা আক্তার শিউলী, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. নান্নু শিকদার, উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক আনোয়ার হোসেন খান প্রমুখ।
No comments:
Post a Comment