সুনামগঞ্জ শহরের একটি বাসায় ডাকাতি করে লুন্ঠিত স্বর্ন জগন্নাথপুর বাজারে এসে বিক্রি করতে গিয়ে চার যুবক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে শোঃ আলম (২০), একই গ্রামের মাহম্মদ হোসেনের ছেলে মোঃ শাহ আলম(২২), হাবিব(২৮) ও ফজর আলীর ছেলে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অফিসের কর্মচারী খলিল মিয়া।
রোববার সন্ধ্যায় পুলিশ তাদেরকে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সুনামগঞ্জ শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মামুন মিয়ার স্ত্রীও পরিবারের লোকজন ওই বাসায় বসবাস করেন। গতকাল রোববার দুপুরে বাসায় কেউ না থাকার সুযোগে ডাকাতচক্র বাসার দরজা ভেঙ্গে আলমারি খুলে ৩০ ভরি স্বর্নালংকার নগদ ৭০ হাজার টাকা ও ল্যাপটন ডিজিটাল ক্যমেরা নিয়ে পালিয়ে যায়। তস্মেধ্যে সৌদি প্রবাসী মামুন মিয়ার স্ত্রী শাকিলা বেগম জগন্নাথপুর উপজেলার গোড়ারগাঁও বাসিন্দা হওয়ায় চুরি যাওয়া স্বর্ণগুলো তিনি কিছুদিন আগে জগন্নাথপুর বাজারের স্বর্ণকারের দোকানে বন্ধক রাখেন। ওই দোকনে চার যুবক স্বর্ণ বিক্রি করতে এলে দোকান মালিক স্বর্ণ চিনে স্বর্ণের মালিক গোড়ারড়গাঁও গ্রামের শাকিলা বেগমের বাড়িতে ফোন দিলে তিনি জানান তাদের স্বর্ণগুলো চুরি হয়ে গেছে। তাদেরকে আটক করার জন্য। সেই মোতাবেক স্বর্ণ ব্যবসায়ী মান্না বণিক ও মৌমিতা জুয়েলার্সের মালিক তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বর্নের বিষয়ে সদুউত্তর দিতে পারেনি। পরে থানায় তাদেরকে সোর্পদ করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকছুদুর রহমান জানান, আটককৃতরা সুনামগঞ্জ শহরে মালমাল লুট করে জগন্নাথপুরে বিক্রি করতে এসেছিল। তাদেরকে আটক করে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। এঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
No comments:
Post a Comment