জয়পুরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু : হরতাল-অবরোধ চলছে
জয়পুরহাট প্রতিনিধি : যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে ১৫ ডিসেম্বর দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে জয়পুরহাট সদর উপজেলার হালট্রি গ্রামে পুলিশের সাথে জামাত-শিবিরের সংঘর্ষে আহত আরো একজন মারা গেছেন।
গুলিতে আহত জামায়াতে ইসলামী কর্মী পুরানাপৈল ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহমান (৫১) সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকার একটি হাসাপাতালে মারা যান।
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আব্দুর রহমানের বাড়ি একই ইউনিয়নের তুলাট গ্রামে। এ নিয়ে ওইদিনের সংঘর্ষে মৃতের সংখ্যা ৪-এ দাঁড়ালো।
এদিকে নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর ডাকে জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও একই সাথে ১৮ দলের অবরোধ চলছে।
No comments:
Post a Comment