কানাইঘাটে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে সমাবেশে

Saturday, December 21, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট জেলা আ’লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন ৭১এর ঘাতক চিহ্নিত যুদ্ধাপরাধীদের যখন ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে ঠিক সেই মুর্হুতে যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মদদে জামাত শিবির চক্র সারাদেশে পরিকল্পিতভাবে হত্যা নৈরাজ্যের সৃষ্টি করে মানুষের শানি- সমপ্রীতি বিনষ্ঠ করার জন্য অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের দূসর পাকিস্তানও ঘাতকদের পক্ষ নিয়েছে। তিনি আরো বলেন আদর্শিক ভাবে জামাত শিবির মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে মোকাবেলা করতে না পেরে সারাদেশে আ’লীগের নেতাকর্মীদের কাপুরুষের মতো হত্যা, চোরাগুপ্তা হামলা, বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বোমাবাজির মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। জঙ্গি কায়দায় তারা আইন শৃংখলা বাহীনীর উপর হামলা চালাচ্ছে। এদের বির্বদ্ধে গ্রামে-গঞ্জে আ’লীগের নেতাকর্মীরা জনসাধারণ কে নিয়ে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহবান জানান।

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান শনিবার বিকেলে কানাইঘাট আলরিয়াদ কমিউনিটি সেন্টারে যুবলীগ নেতা নজর্বল ইসলামের হত্যাকারী এবং কানাইঘাট পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক কে এইচ আব্দুলৱাহ সহ দলীয় নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর আ’লীগ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যেগে আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অথিতির বক্ত্যব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফর রহমানের সভাপতিত্বে ও পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুর এমপি, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ, রফিক আহমদ, ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, মাসুদ আহমদ, এড. আব্দুস ছাত্তার, ইউপি চেয়ারম্যান ফার্বক চৌধুরী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এড. ফখর্বল ইসলাম, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামিম, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুক আহমদ, ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হার্বন, শাহাব উদ্দিন প্রমুখ। এর আগে জেলা আ’লীগ ও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ জোহর দলই মাটি গ্রামে নিহত যুবলীগ নেতা নজর্বল ইসলামের মাজার জিয়ারত করেন। এছাড়া নজর্বল ইসলামের পরিবার, আত্মীয় স্বজনদের সাথে দেখা করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বস্ত করেন এবং গুর্বতর আহত পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লার বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দেন তারা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License