আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর সুবিদবাজার ও মেন্দিবাগ এলাকায় এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে ব্যাপক গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৮ দলের অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ৮/১০টি মোটর সাইকেল নিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল সহকারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে সড়কে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। তারা ঐ রাস্তা অতিক্রমকারী অন্তত ১৫টি অটোরিক্সার গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে আম্বরখানা পয়েন্টে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে। এ সময় বিৰোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে। ফলে, মোটর সাইকেল আরোহী বিৰোভকারীরা দ্রুত পালিয়ে যায়।
একই দলের যুবকরা বিকেল সাড়ে ৪টার দিকে মেন্দিবাগ এলাকায় গিয়ে রাস্তায় টায়ার পুড়িয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় তারা সবজি বাজারের সামনে পার্ক করে রাখা ৪টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে ও একটি সিএনজি অটোরিক্সায় আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয় জনতা আগুন নেভাতে সক্ষম হন।
নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে ব্যাপক গাড়ী ভাংচুর
Thursday, December 19, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment