প্রতিবাদে মাদ্রাসা ও হাসপাতালে ভাংচুর : সিলেট সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত

Sunday, December 15, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট নগরীর যতরপুর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা।রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এর জের ধরে ছাত্রলীগ কর্মীরা নগরীর শাহজালাল উপশহর এলাকায় একটি মাদ্রাসা ও একটি হাসপাতালে ভাংচুর করেছে।

জানা গেছে, নগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ খান (২৮) আজ বিকেলে নগরীর যতরপুর এলাকায় একটি দোকানে বসে ছিলেন। এ সময় আকস্মিকভাবে একদল যুবক হামলা চালায় তার উপর। মোটর সাইকেল আরোহী ৭/৮ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে মোশাহিদকে কুপিয়ে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান।

এ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে স্থানীয় ছাত্রলীগ। তবে অন্য একটি সূত্র জানায়, আহত ছাত্রলীগ নেতা মোশাহিদ খানের বিরুদ্ধে তেররতন এলাকায় একটি বাসা জবর দখল করে রাখার অভিযোগ রয়েছে। দখল সংক্রান্ত এ বিরোধের জের ধরে তার উপর হামলা হয়ে থাকতে পারে।

ঘটনার পর পরই ছাত্রলীগ কর্মীরা উপশহর এলাকায় অবস্থিত সিলেট ক্যাডেট মাদ্রাসা ও ভিক্টোরিয়া হাসপাতাল নামের একটি বেসরকারী হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ক্যাডেট মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, হামলাকারীরা মাদ্রাসায় ঢুকে অফিস কক্ষে ভাংচুর করেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License