ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলের ক্যাবল চুরির অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা।
জানা যায়, শুক্রবার ভোররাতে মিলের পাওয়ার হাউজ থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ২শ’ ১৬ ফুট হাইটেনসাইল ক্যাবল কেটে টুকরো করে নিয়ে যাবার সময় মিলের নিরাপত্তা কর্মীরা তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হচ্ছে- শহরের বাশখলা এলাকার আব্দুল মুনিমের পুত্র আব্দুল করিম (২০), একই এলাকার নুর ইসলামের পুত্র আবুল লেইছ (২১) ও সফিক আলীর পুত্র লুকেছ আহমদ (২০)। নিরাপত্তা কর্মীরা আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করেছে। মিলের কতিপয় কর্র্মচারীর চুরির ঘটনার সাথে যোগসাজস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক পেপার মিলে চুরির অভিযোগে ৩ জন আটক
Friday, December 20, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment