শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবির হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সিলেট দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার নাথ এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার ৯ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরও এক বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় শাবির সিইপি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছয় শিক্ষার্থী চেঙ্গেরখাল নদীতে নৌভ্রমণে গেলে একটি ইঞ্জিন নৌকায় ১০-১২ জন যুবক দেশীয় অস্ত্রে তাদের জিম্মি করে বেধড়ক মারধর করে। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে খায়রুল ও অনিককে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শাবির রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেন।
২০১২ সালের ১৫ জুন গ্রেফতারকৃত ১১ জনকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে। এরপর ৩০ সেপ্টেম্বর আদালতে মামলার চার্জ গঠন করা হয়। মামলার ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য ও অন্যান্য বিচারিক কার্যক্রম শেষে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১৯ ডিসেম্বর মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
No comments:
Post a Comment