মিলনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দোয়ারায় বিএনপির মিছিল সমাবেশ

Wednesday, December 18, 2013

মিলনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দোয়ারায় বিএনপির মিছিল সমাবেশ


altছাতক প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলনসহ দোয়ারাবাজার ও ছাতক উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার ১৮ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছোবাহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর-রশীদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুল হক নমু, ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল বারী, বিএনপি নেতা এখলাছুর রহমান, ইসমাইল হোসেন, হযরত আলী, যুবদল নেতা ফারুক মিয়া, নাসির উদ্দিন, ডা. অদুদ মিয়া, জামাল উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ নামধারীরা ছাতকে বিএনপির শান্তিপূর্ণ অবরোধের সময় মিছিল সহকারে হামলা চালিয়ে বিএনপি অফিস ভাংচুর করে মালামালে আগুন ধরিয়ে দেয় এবং নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপরও কলিম উদ্দিন আহমদ মিলনসহ বিএনপির ৪শ নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License