সিলেট মহানগর ছাত্রলীগ নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

Friday, December 20, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেট মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. জামিল আহমদ চৌধুরীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডের রায়হোসেন দিগন্ত-৯ নম্বর বাসায় কয়েকজন দুর্বৃত্ত এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাসার সামনে রাখা কলাপসিবল গেইট সংলগ্ন কয়েকটি চেয়ার ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। তবে, এ সময় ডা. জামিল বাসায় ছিলেন না। ডা. জামিল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শোয়েব চৌধুরীর পুত্র।

খবর পেয়ে পুলিশ ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আইয়ুব এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License