ওকাস নেতৃবৃন্দের সাথে মতবিনিময় : সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ইতিহাসকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে – প্রেসক্লাব সভাপতি

Wednesday, January 1, 2014

আমাদের সিলেট ডটকম

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী বলেছেন, সাহিত্য ও সাংবাদিকতার অঙ্গনে সিলেটের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বিশেষ করে সাংবাদিকতার ক্ষেত্রে বৃহত্তর সিলেটের গৌরবোজ্জল অতীত ঐতিহ্য শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষের ইতিহাসেও স্বতন্ত্র মহিমায় সমুজ্জল। সিলেটের এই গৌরবময় অতীত ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরনে সিলেটে কর্মরত বিদেশী গণমাধ্যমের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বুধবার সিলেট প্রেসক্লাবে সিলেটে কর্মরত বিভিন্ন বিদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠন বৈদেশিক সংবাদদাতা সমিতি, সিলেট (ওকাস)-এর উদ্যোগে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা ও এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওকাস সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি বলেন, সিলেটে কর্মরত বিভিন্ন বিদেশী গণমাধ্যমের কর্মীরা সিলেটের সাথে বর্হিবিশ্বেও সেতুবন্ধন রচনায় কাজ করছেন। তিনি আমা প্রকাশ করেন ওকাস সদস্যদের কর্ম তৎপরতায় সিলেটের সাথে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের যোগাযোগ আরো নিবিড় হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, কোষাধ্যক্ষ কবির আহমদ সোহেল, ওকাস-এর সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, ওকাস-এর কোষাধ্যক্ষ ফয়সল আমিন, ওকাস-এর কার্যকরী কমিটির সদস্য মঈন উদ্দিন মনজু, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, নির্বাচিত ক্রীড়া সম্পাদক আহবাব মোস-ফা খান, নবনির্বাচিত নির্বাহী সদস্য ও ওকাস-এর কার্যকরী কমিটির সদস্য নূর আহমদ, ওকাস সদস্য এনামুল হক রেণু, মারুফ আহমদ প্রমুখ।

পরে বৈদেশিক সংবাদদাতা সমিতি, সিলেট-এর পক্ষ থেকে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

অসুস্থ ফটো সাংবাদিক রত্নাকে অনুদান প্রদান : এদিকে, দৈনিক সিলেট সংলাপের রোগাক্রান- আলোকচিত্রী রত্না আহমেদ তামান্নারর চিকিৎসার্থে বৈদেশিক সংবাদদাতা সমিতি, সিলেট (ওকাস)-এর উদ্যোগে সংগৃহিত অনুদানের অর্থ গতকাল তার হাতে তুলে দেয়া হয়। ওকাস সদস্যবৃন্দ ছাড়াও রত্নার চিকিৎসার্থে অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী ইঞ্জিনিয়ার আহমেদুর রহমান রেজওয়ান। এ সময় সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, ওকাস নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নুরুল হাসান উপসি’ত ছিলেন। -বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License