মোগলাবাজারের প্রবাসীর বাড়িতে ডাকাতি ডাকাতদের হামলায় বৃদ্ধা খুন, আহত-১

Sunday, December 29, 2013

আমাদের সিলেট ডটকম:

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার তুরুকখলায় ডাকাতির ঘটনায় একদিনের মাথায় ডাকাতির ঘটনা ঘটলো মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের মুক্তারপুর (খড়ারিয়া) গ্রামে বাহরাইন প্রবাসী আজমত আলীর বাড়িতে। ডাকাতদের হামলায় প্রবাসীর বৃদ্ধ মা শুকুরজান বিবি ওরফে ছমিরুন (৭০) খুন এবং তার পুত্রবধুকে গুরুতর আহত করেছেন ডাকাত দল। এ ঘটনায় এলাকায় জনসাধারণের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে। নিহত মহিলা মুক্তারপুর গ্রামের মৃত আমির আলীর স্ত্রী।

সকাল ৭টায় এই প্রতিবেদক সরজমিনে গিয়ে দেখতে পান প্রবাসীর মা শুকুরজান বিবির রুমের বিছানা রক্তে ভেজা, গলায় গামছা পেচানো ও মুখের ভেতর আলাদা কাপড় ঢুকিয়ে দিয়ে মুখে বেডটেপ দিয়ে মুখ বন্ধ অবস্থায় দেখা যায়। ঐ ঘরে থাকা প্রবাসীর স্ত্রী হাসফা বেগমকে আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রুম দুটির আলমিরার চাবি দিয়ে খোলা অবস্থায় রয়েছে। জিনিসপত্র দুটি রুমের সারা ফ্লোরে তছনছ অবস্থায় রয়েছে। স্বর্ণের কৌটা খালি অবস্থায় পড়ে আছে। গ্রীলবদ্ধ ঘরে কিভাবে ডাকাতরা ঢুকলো তার আলামত পাওয়া যায়নি। তবে গ্রীলের দরজার সামনে তালা এবং চাবি দেখা যায়। ঘরের দুটি রুমের মধ্যে প্রথম রুমে থাকতেন নিহত শুকুরজান বিবি পিছনের রুমে থাকেন তার প্রবাসী পুত্র। কিন’ ছেলে বাড়ি না থাকায় সন্তানবিহীন পুত্রবধু তার শ্বাশুড়ির বিছানায় ঘুমাতেন। ঐ সময় ডাকাতরা ঘরে ঢুকে তার শ্বাশুড়িকে শ্বাসরুদ্ধ করে মারার পর ডাকাতরা তাকেও মারপিট করে ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়।

পাড়া প্রতিবেশী সূত্রে জানা যায়, ডাকাতরা চলে যাওয়ার পর ভোর ৪টার দিকে পুত্রবধু হাসফা বেগম ঘরে বের হয়ে দৌড়ে প্রতিবেশী মহিলা মেম্বার আছমা বেগমের বাড়িতে গিয়ে ডাকাতির কথা বলে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। ঐ সময় লোকজন এগিয়ে আসলেও ডাকাতরা ততক্ষণে পালিয়ে যায়। আহত অবস’ায় হাসফা বেগমকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে বাড়িতে গিয়ে শুকুরজান বিবিকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। শুকুরজান বিবির তিন ছেলের মধ্যে বাহরাইনে অবস্থান করছেন আজমত আলী, বাকী দুই ছেলে ইরফান ও মির্জা অবস্থান করছেন সৌদি আরবে। তাদের স্ত্রী ছেলেমেয়েরা একই ঘরের পাশের দু’টি রুমে বসবাস করছেন। তবে ঘটনার কয়েকদিন আগে অপর দুই পুত্রবধু তাদের রুম তালাবদ্ধ করে ছেলেমেয়েদেরকে নিয়ে তাদের পিত্রালয়ে যান। ঘটনার খবর পেয়ে তারা শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

খবর পেয়ে মোগলাবাজার থানার ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী ও ডাকাতির ঘটনাটি প্রত্যক্ষ করেন। সকাল ১০টায় এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আক্তার হোসেন, এসি নাসির উদ্দিন, দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত,সিলাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেলা ২টায় মহিলার লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠালে পোস্টমর্টেম করা সম্ভব হয়নি ফলে লাশ হাসপাতালের মরচুয়াতে রাখা হয়েছে। আজ সকালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। মার মৃত্যুর খবর পেয়ে বাহরাইন থেকে তার ছেলে আজমত আজ সোমবার দেশে আসছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আজমতের স্ত্রী আসফা বেগম কথা বলতে না পারায় ডাকাতরা কিভাবে ঘরে ঢুকেছে এবং তার শ্বাশুড়ি কিভাবে খুন হয়েছে, কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License