আমাদের সিলেট ডটকম:
সিলেট জেলার বালাগঞ্জে ছাত্রলীগ নেতা-কর্মী কর্তৃক এক হিন্দু পরিবারের উপর হামলা, দেবগৃহ ভাংচুর ও মুর্তি চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
এদিকে বিবাদীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বাদীর পরিবার। এ নিয়ে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চাঁপা আতংক বিরাজ করছে।
জানা যায়, পূর্ব শত্র্বতার জের ধরে বৃহস্পতিবার বিকেলে বালাগঞ্জের হামছাপুর গ্রামের বাসিন্দা বাবলু দাশ (৩৫) স্থানীয় কালিগঞ্জ বাজার যাবার পথে পূর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম তার উপর হামলা চালায়। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এলে শাহ আলাম ঘটনাস’ল ত্যাগ করে। ঘটনার পর বাবলু দাশ কালিগঞ্জ বাজার চলে গেলে সন্ধ্যায় শাহ আলম কতিপয় ছাত্রলীগ নেতা-কর্মীকে সাথে নিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বাবলু দাশের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাবুল দাশের স্ত্রীকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে ও বাবলু দাশের দেবগৃহে ভাংচুর চালিয়ে এক ফুট উচ্চতার শতবর্ষী পিতলের লক্ষ্মী মূর্তি নিয়ে যায়।
এ খবর শোনে বাবলু দাশ বাজার থেকে বাড়িতে এলে আবারো তার উপর হামলা চালায় শাহ আলমরা। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের বাধা দিলে শাহ আলম বালাগঞ্জ থানা থেকে পুলিশ আনিয়ে বাবলু দাশকে হয়রানির চেষ্ঠা চালায়। এলাকাবাসীর অভিযোগ, হামলাকারীরা সরকারি দলের হওয়ায় পুলিশ ঘটনাস’ল এসে দেবগৃহ ভাংচুর প্রত্যক্ষ করলেও হামলাকারীদের পক্ষাবলম্বন করে পরদিন উভয় পক্ষকে থানায় যাবার নির্দেশ দেয়। পুলিশী নির্দেশে শুক্রবার বাবলু দাশ একাধিকবার থানা হাজির হলেও শাহ আলম গংরা থানায় হাজির না হয়ে উল্টো এ বিষয় নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বাবলু দাশকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে।
এদিকে এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বাবলু দাশ বাদী হয়ে বালাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযোগটি মামলা আকারে নেয়নি। এ ব্যাপারে বালাগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা আবু ছালেকের সাথে যোগযোগ করলে প্রমথ তিনি ঘটনা অভিযোগটি অস্বীকার করলেও এক পর্যায়ে বলেন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
বালাগঞ্জে ছাত্রলীগ নেতা কর্তৃক হামলা : দেবগৃহ ও মূর্তি ভাংচুর
Sunday, December 29, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment