পুলিশের সহযোগিতায় সুপ্রিমকোর্টে আওয়ামী লীগের সশস্ত্র হামলা ও তান্ডব

Sunday, December 29, 2013

শীর্ষ নিউজ, ঢাকা: সুপ্রিমকোর্টে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা পুলিশের সামনেই আদালতের ভেতর আইনজীবীদের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় রেহানা নামে এক আইনজীবী মারধরের শিকার ও লাঞ্ছিত হন।


রোববার বেলা সোয়া ৩টার দিকে আওয়ামী লীগের একটি লাঠি মিছিল সেখানে এসে বিএনপিপন্থী আইনজীবীদের ধাওয়া দেয়।


এর আগে সকাল থেকে সেখানে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে নয়াপল্টন যেতে চাইলে পুলিশ সুপ্রিমকোর্টের প্রধান ফটকে তাদের আটকে দেয়। দিনভর সেখানে জলকামান দিয়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এক সময় পুলিশ পানি সংকটে পড়লে নতুন করে পানি সংগ্রহ করা হয়। এর পরই ৩টা ২০ মিনিটের দিকে জয়বাংলা শ্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে হামলা চালায়।


কিছুসময় ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে তারা পুলিশের সামনেই সুপ্রিমকোর্টের পূর্ব দিকের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। পুলিশকে এ সময় তাদের সহযোগীর ভূমিকা নিতে দেখা গেছে। পরে আওয়ামী ক্যাডাররা সুপিমকোর্ট ও বার ভবনে গিয়ে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের খোঁজাখুঁজি ও মারধর করে। তারা একটি মটর সাইকেলে আগুন দেওয়া ছাড়াও ভাঙচুর করে। বর্তমানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে মহড়া দিচ্ছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License