আমাদের সিলেট ডটকম:
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের মুক্তারপুর খড়ারিয়া গ্রামে ডাকাতির নাটক সাজিয়ে শ্বাশুড়ি খুনের চাঞ্চল্যকর ঘটনায় আটক পুত্রবধু হাফছা বেগম ও তার সহযোগী দুই ভাই কে মোগলাবাজার থানা পুলিশ গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
আটক হাফছা বেগম, ইমান আলী (১৯) ও মিনহাজ আহমদ (১৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পরিবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্বাশুড়িকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে পুত্রবধু হাফছা বেগম। গত শনিবার রাতে ডাকাতির নাটক সাজিয়ে শ্বাশুড়ি শুকুরজান বিবিকে হত্যা করে হাফছা ও তার সহোদর ছোট ইমান আলী ও চাচাতো ভাই মিনহাজ আহমদ।
আটকৃতরা হচ্ছে- মোগলাবাজার থানার হরিনাথপুর গ্রামের ইন-াজ আলীর কন্যা হাফছা বেগম ও পুত্র ইমান আলী (১৯) অপরজন নেছার আলীর পুত্র মিনহাজ আহমদ (১৮)। শ্বাশুড়ী হত্যাকান্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সিলামে চাঞ্চল্যকর শ্বাশুড়ি হত্যাকান্ডের ঘটনায় আটক পুত্রবধু দুই সহযোগীকে জেলহাজতে প্রেরণ
Tuesday, December 31, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment