১০ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে : কোম্পানীগঞ্জে অর্থমন্ত্রী
বিশেষ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে 'নৌকা' মার্কাকে জয়ী করার বিকল্প নেই। অগ্রযাত্রার দিক থেকে বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি চমক। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
তিনি আরো বলেছেন, এ সরকারের আমলেই সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ১১টি সেতু নির্মিত হয়েছে। সিলেট-ভোলাগঞ্জ সড়কের গুরুত্ব বিবেচনা করে সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার লক্ষ্যে প্রায় ৩শ কোটি টাকার একটি প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন। এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো ইমরান আহমদকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি করতে হবে।
বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে সিলেট-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুছব্বিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সহ সভাপতি সিলেট-৪ আসনের প্রার্থী ইমরান আহমদ, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে মবিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সাবেক জেলা প্রশাসক ইসহাক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য নুরুল আমিন ও অ্যাডভোকেট আজমল আলী এবং গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম আলী। এছাড়াও স্থানীয় নেতবৃন্দ বক্তব্য রাখেন।
No comments:
Post a Comment