যৌথ বাহিনীর নামে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে : ১৮ দল

Friday, January 3, 2014

যৌথ বাহিনীর নামে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে : ১৮ দল


সিলেট জেলা ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, সরকারের মদদপুষ্ট হয়ে যৌথ বাহিনীর নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৮ দলের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছেন।

জেলা ১৮ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম ও সদস্য সচিব মতিউর রহমান এক বিবৃতিতে এ অভিযোগ করে বলেন, সম্প্রতি কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগরসহ বিভিন্ন উপজেলা ও থানায় আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে যে পৈশাচিকতা চালাচ্ছেন তা তাদেরকে জুলুমবাজ-স্বৈরাচার অবৈধ শেখ হাসিনার সরকারের দলীয় ক্যাডারের ভূমিকায় নিয়ে গেছে।

তারা মন্তব্য করেছেন, জনগণের পুলিশ জনগণের জন্য কাজ না করে বিরোধীদল দমনে কাজ করছে। ভবিষ্যতে তাদেরকে এজন্য জবাবদিহি করতে হবে। চিহ্নিত ও অতি উৎসাহী পুলিশ সদস্যরা বিরোধীদলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েই ক্ষান্ত হচ্ছেনা, গ্রেফতার করে থানা হাজতে দিনের পর দিন আইনবহির্ভূতভাবে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক হত্যা মামলারও স্বীকারোক্তি আদায় করছে।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, বুধবার ১ জানুয়ারি ওসমানীনগর থানার দুরাজপুর গ্রামে তাজপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমানের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে না পেয়ে দুই জন মহিলাসহ তার তিনজন আত্মীয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License