হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে মালবাহী বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় বগি লাইনচ্যুত হওয়ার ফলে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাষ্টার শহিদুর রহমান জানান, মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর নোয়াপারা রেল ষ্টেশনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়েছে।
শায়েস্তাগঞ্জ জিআরপি পুলিশের ইনচার্জ শাহ আলম জানান, রিলিফ ট্রেন এসে উদ্ধার করতে কয়েক ঘন্টা সময় লাগবে।
No comments:
Post a Comment