আমাদের সিলেট ডটকম:
সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান তার নির্বাচনী কর্মকান্ডে স্থানীয় এমপি ও সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ কর্তৃক প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করেছেন।
আজ দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, তিনি অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সিলেট জেলা আওয়ামী লীগের নেতারা তার সমর্থক ও কর্মীদেরকে নানাভাবে হুমকী দিচ্ছেন। তার পাশ থেকে সরে না দাঁড়ালে মামলা দিয়ে হয়রানীর হুমকী দিচ্ছেন।
মুহিবুর রহমান অভিযোগ করেন, তিনি স্বতন্ত্র পদে নির্বাচন করায় সিলেট-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ইয়াহিয়া চৌধুরী চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই আসনে মহাজোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় প্রশাসনকেও আওয়ামী লীগের পৰ থেকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মুহিবুর রহমান।
সংবাদ সম্মেলনে সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক বশির উদ্দিনসহ বিশ্বনাথের বেশ কয়েক জন প্রবীন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের সংবাদ সম্মেলন
Thursday, January 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment