সিলেটে উৎসবমুখর পরিবেশে পাঠ্যবই বিতরণ ॥ অবরোধ ডিঙিয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক : গত ৪টি বছরের এবারো সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হলো। উৎসবমুখর পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। ১৮ দলের ডাকা অবরোধ স্বত্ত্বেও এ উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে নতুন বই হাতে পেয়েই শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।
মহাজোট সরকার ক্ষমতায় আসর পর থেকে প্রতিবছর ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হচ্ছে; কিন্তু এবার সরকারি ছুটি থাকায় উৎসব একদিন পিছিয়ে দেয়া হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথমদিনই পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে আয়োজন করা হয় পাঠ্যপুস্তক উৎসবের। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এন. এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ। এ সময় প্রাথমিক শিক্ষা উপ পরিচালক জাহাঙ্গীর আলম এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ করেন।
No comments:
Post a Comment