শীর্ষ নিউজ, ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সাথে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শমসের মবিনের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার বিকালে মজীনা বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগত খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে শমসের-মজীনা কি বিষয়ে আলাপ করেছেন, তা জানা যায়নি।
তবে শমসের মবিন বাসার সামনে অপেক্ষমাণ সাংবাদিকেদর বলেন, নববর্ষের শুভেচ্ছা জানাতে মার্কিন রাষ্ট্রদূত তার বাসভবনে এসেছিলেন।
অন্য আর কারো সাথে দেখা না করে কেবল তাকেই শুভেচ্ছা জানাবার কারণ জানতে চাইলে শমসের মবিন বলেন, এটি তার (মার্কিন রাষ্ট্রদূত) ব্যক্তিগত বিষয়।
No comments:
Post a Comment