সিলেট জেলা ১৮ দলীয় জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ও সদস্য সচিব জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মতিউর রহমান এক বিবৃতিতে বলেছেন, সরকারের মদদপুষ্ট হয়ে যৌথ বাহিনীর নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জোটের নেতাকর্মীদের গ্রেফতার করে যে জুলুম নির্যাতন চালাচ্ছে তা অতীতের সকল জুলুমবাজদের অতিক্রম করেছে।
নেতৃবৃন্দ বলেন, সমপ্রতি আমরা লক্ষ্য করছি সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানীনগরসহ বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালিয়ে যে পৈশাচিকতা চালাচ্ছে তাতে তাদেরকে জুলুমবাজ, স্বৈরাচার অবৈধ শেখ হাসিনার সরকারের দলীয় ক্যাডারের ভূমিকায় নিয়ে গেছে। জনগণের পুলিশ জনগণের জন্য কাজ না করে বিরোধী দল দমনে কাজ করছে। ভবিষ্যতে তাদেরকে এজন্য জবাবদিহি করতে হবে। চিহ্নিত ও অতি উৎসাহী পুলিশ সদস্যরা বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েই ক্ষ্যান- হচ্ছেনা। গ্রেফতার করে থানা হাজতে দিনের পর দিন আইনবহির্ভূতভাবে আটকে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক হত্যা মামলারও স্বীকারোক্তি আদায় করছে। গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে পুলিশ আওয়ামী সরকারের দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
বিশেষ করে নেতৃবৃন্দ গত বুধবার ওসমানীনগর থানার দুরাজপুর গ্রামে তাজপুর ডিগ্রী কলেজ শাখা শিবিরের সভাপতি মিজানুর রহমানের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে না পেয়ে দুই জন মহিলাসহ তিনজন আত্মীয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জোট নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, থানার ওসি জালাল উদ্দিন শিবির নেতা মিজানকে না পেয়ে তার চাচা, চাচী ও খালাকে গ্রেফতার এবং অস্ত্র মামলার আসামী করে কোর্টে প্রেরণ করে অত্যাচারের নতুন মাত্রা শুরু করেছে। নেতৃবৃন্দ বলেন, গ্রাম এলাকার প্রায় প্রতিটি বাড়িতে মাছ তরকারী কাটার জন্য দা থাকে। তাছাড়া কুরবানীর মাংস কাটার জন্যও প্রত্যেক বাড়িতে দা থাকে। অথচ পুলিশ ঐ দা উদ্ধার করে নিরীহ দুই জন পর্দানশীন মহিলাসহ তিনজনকে আটক করে অস্ত্র মামলার আসামী করেছে। নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পর্দানশীন দুই মহিলা ও শিবির নেতা মিজানের চাচার মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেছেন।-বিজ্ঞপ্তি
জেলা ১৮ দলীয় জোটের বিবৃতি – যৌথ বাহিনীর নামে আইন শৃঙ্খলা বাহিনী জুলুম নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে
Friday, January 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment