সিলেটে আইনজীবী ঐক্য পরিষদের কালো পতাকা মিছিলে পুলিশী এ্যাকশন

Thursday, January 2, 2014

DSC_1559 DSC_1584 আমাদের সিলেট ডটকম

সুপ্রীম কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা জজ কোর্ট থেকে বের হওয়া কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। তবে, এতে কেউ হতাহত হননি।

গতকাল দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ আইনজীবীদের লক্ষ্য করে বন্দুক তাক করে গুলি চালানোর হুমকী দেয় বলেও আইনজীবীরা অভিযোগ করেছেন। এ সময় আইনজীবী নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ আইনজীবীদের ধাওয়া দিলে আইনজীবীরা জজ কোর্টের ৩নং গেইটে প্রবেশ করে বিক্ষোভ মিছিল ও শ্লোগান দেয়। এসময় আদালত চত্বরে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা সমবেত হয়ে বিক্ষোভ করেন। এ সময় বিএনপির সিনিয়র আইনজীবীদের হস-ক্ষেপে বিক্ষোভকারী আইনজীবীরা শান্ত হন।

পরে নেতৃবৃন্দ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মিছিল করে ৩নং বার হলের সামনে প্রতিবাদ সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট আক্তার হোসেন খান, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, এডভোকেট শামীম সিদ্দিকী, এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আলীম উদ্দিন, এডভোকেট জিয়া উদ্দিন নাদের, এডভোকেট নাসিররুজ্জামান নাজিম, এডভোকেট এখলাছুর রহমান, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট এইচ.এম ইরশাদুল হক, এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গির, এডভোকেট শাহ মোহতাদিনূর রহমান সেলিম, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট এখলাছুর রহমান, এডভোকেট রেজওয়ান, এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট নার্গিস সুলতানা, এডভোকেট জেবুন্নাহার সেলিম, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট ফখরুল হক, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, এডভোকেট বাবুল দেব, এডভোকেট আব্দুল ফাত্তাহ তোহেল, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট শফিউল আলম, এডভোকেট সাইদুর রহমান আলেক, এডভোকেট শাহ আলম, এডভোকেট আব্দুল মালিক সিহান, এডভোকেট ওয়ারিছ উদ্দিন চৌধুরী সেলিম, এডভোকেট মির্জা হোসাইন, এডভোকেট রাসেল খান, এডভোকেট আব্দুল মুকিত, এডভোকেট জাহাঙ্গির হোসেইন, এডভোকেট সেলিম মিয়া, এডভোকেট মঈনুল হক, এডভোকেট আবু সালেহ চৌধুরী, এডভোকেট সায়েম খান প্রমুখ।

সভায় বক্তারা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কালো পতাকা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাঁধার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License