তার মৃত্যুর খবর নিশ্চিত করেন, জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোকসেদুল আলম , ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম এ মান্নান ।
এর আগে ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীরা আগুন দিয়েছে। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অনেক কেন্দ্রের সামনে রাস্তায় আগুন লাগিয়ে দেয়। এ সমস্ত কেন্দ্রে তারা পেট্রল বোমা নিক্ষেপ করে আতংক ছড়িয়েছে। পেট্রল বোমার আঘাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোলাজান মাদরাসার প্রিজাইডিং অফিসার কুতুবউদ্দিন আহত হয়েছে। ঝলসে গেছে একই উপজেলার ঝাড়গাও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার রেজাউল করিম। তাদের দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের সময় নুরু নামে এক বিএনপি কর্মী জনতার হাতে ধরা পড়ে।
এদিকে সদর উপজেলার বিআখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা বেশ কিছু পেট্রল বোমা নিক্ষেপ করায় এ দুটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের মালামালসহ প্রত্যাহার করা হয়েছে। তারা উপজেলা হলরুমে রাত্রি যাপন করছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম আযম জানান, নিরাপত্তার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তবে আগামীকাল ঐ কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment