আমাদের সিলেট ডটকম:
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগামীকালের ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে সিলেট বিভাগের ১০টি সংসদীয় ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অবস্থান গ্রহণ করেছে।
৪ জেলার ২১ উপজেলায় মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, বিজিবি আনসার, গ্রামপুলিশসহ বিভিন্ন বাহিনীর ২২ হাজার ২৪৪ জন সদস্য। এছাড়াও নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনীর স্টাইকিং কোর্স। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুষ্ঠু ও শানি-পূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্নের জন্যে ইতোমধ্যে সকল প্রস’তি সম্পন্ন করা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর থেকে যারা দেশের ন্যায় সিলেট বিভাগের সকল উপজেলায় সেনা বাহিনীর স্ট্রাইটিং ফোর্স মোতায়েন করা হয়।
সিলেট বিভাগের ৪ জেলার উপজেলা সদরে স্থাপিত ক্যাম্প থেকেই সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। বিভাগের ১০টি আসনে ভোটের দিন ভোট কেন্দ্রে থাকবে সেনা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স। ১০টি নির্বাচনী এলাকায় সেনা বাহিনীর প্রায় ২ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন বলে গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, সিলেট বিভাগের ১০টি আসনের মোট ভোট কেন্দ্র ১ হাজার ৩শ’ ৬০টি। এর মধ্যে সিলেট জেলা ২টি আসনে ২৫৩টি, সুনামগঞ্জ ৩টি আসনে ৪৩৬ টি, হবিগঞ্জ জেলার ৩টি আসনে ৪৫৪ টি ও মৌভলীবাজার জেলার ২টি আসনে ২১৭ টি ভোট কেন্দ্র রয়েছে। সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে কেবল ১০ টি আসনে আগামীকাল দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
র্যাব সূত্রে জানা গেছে, ১০ নির্বাচনী এলাকায় ইতোমধ্যে ১০ টি অস’ায়ী ক্যাম্প স’াপন করেছে র্যাব। গত ২৭ ডিসেম্বর থেকে র্যাব-৯ এর ১০ ক্যাম্পের সদস্যরা আইন শৃংখলা নিয়ন্ত্রণে কাজ করছেন। নির্বাচন পরবর্তী সহিংসতা-নাশকতা প্রতিরোধে র্যাব মাঠে থাকবে বলেও সূত্র জানিয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় র্যাবের স্ট্রাইটিং ফোর্স ভোট গ্রহণের দিন সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের ৩ হাজার ৪শ’ ৫০ জন সদস্য। এছাড়াও নির্বাচনের দিন ১২০ জন সশস্ত্র আনসার সদস্য, সাধারণ আনসার ১৬ হাজার ১৬০ জন ও ১ হাজার ৩৬০ জন গ্রামপুলিশ মাঠে থাকবে।
র্যাব-পুলিশ ও আনসারের পাশাপাশি মাঠে রয়েছেন বিজিবি ১০ নির্বাচনী এলাকায় ১ হাজার ৩শ’ ৬০ টি ভোট কেন্দ্রে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশের মোট ২২হাজার ২ষ’ ৪৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন সশস্ত্র সদস্য সহ আইনশৃংখলা বাহিনীর ১৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন ১৮ জন। এর মধ্যে আইন শৃংখলা বাহিনীর নারী সদস্যরাও ভোট কেন্দ্রে নিয়োজিত থাকবেন। ভোট কেন্দ্রের বাইরে শানি-পূর্ণ পরিবেশ বহাল রাখতে থাকবে সেনা বাহিনীর স্ট্রাইটিং ফোর্স। এছাড়াও বিজিবি ও র্যাবের সদস্যরাও ভোটারদের নিরাপত্তায় ভোট কেন্দ্রের চারপাশের অবস’ান করবেন। নাশকতা ও অপরাধ দমনে থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একটি সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রের বাইরে সড়ক, মহাসড়ক ও পাড়া মহল্লার অলিগলিতে ও টহলে থাকবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্রে ভোটারদের উপসি’তি নির্বিঘ্ন করতে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃংখলা বাহিনী।
জানা গেছে, সিলেট-২ (বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ), সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন-াপুর), সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর), সুনামগঞ্জ-৩ (দক্ষিণসুনামগঞ্জ-জগন্নাথপুর), সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার), হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ), হবিগঞ্জ-৩ (সদর-লাখাই), হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট), মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ একাংশ) আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অন্য ৯ আসনে একক প্রার্থী থাকায় ভোট গ্রহণ হচ্ছে না। ফলে এই ৯ আসনে ভোটের কোনো উৎসবও নেই।
র্যাব-৯ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফজলে এলাহী শাহীন বলেন, নির্বাচন উপলক্ষে র্যাবের সদস্যরা এখন মাঠে। রয়েছে র্যাবের নিজস্ব গোয়েন্দা টিমের সদস্যরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র্যাব দায়িত্ব পালন করবে।
সিলেট রেঞ্জ’র ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূইয়া বলেন, ১০টি আসনে বিজিবি, র্যাব, পুলিশ, আনসারের ২২ হাজার ২৪৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তাদেরকে মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পরবর্তী দু’দিন তারা মাঠে থাকবেন। নির্বাচন কমিশন চাইলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা আরো অতিরিক্ত সময় মাঠে থাকবে।
নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে আইন শৃংখলা বাহিনীর ২২২৪৪ সদস্য,মাঠে আছে ২০০০ সেনা সদস্যও
Friday, January 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment