আমাদের সিলেট ডটকম:
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতার তা সরাসরি প্রচার করবে। আগামী ৫ জানুয়ারির ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ ভাষণ দেবেন।
নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর প্রধানরা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন।
প্রত্যেক নির্বাচনেই দলীয় প্রধানরা ভাষণ দেন। এক্ষেত্রে দলের অতীত ইতিহাস বিবেচনায় নেয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনেও প্রধান দুই দলের দলীয় প্রধান জাতীর উদ্দেশে বিটিভিতে ভাষণ দিয়েছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের ওই নির্বাচনে প্রচারের শেষের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর রাত সাড়ে আটটায় শেখ হাসিনা ও সোয়া নয়টায় বেগম খালেদা জিয়া ভাষণ দিয়েছিলেন। এবার নির্বাচনী প্রচার শেষ হবে শনিবার মধ্যরাতে।
নির্বাচনে মোট ১২টি দল অংশ নিচ্ছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, প্রতিদ্বন্দ্বী ১২ টি দলে মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৪৬ জন, জাতীয় পাটির্র ৮৫, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাদস) ২৪, জাতীয় পার্টির (জেপি) ২৮, গণতন্ত্রী পাটির্র ১, গণফ্রন্টের ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১, বাংলাদেশ খেলাফত মজলিশের ২, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটির্র ৬, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২২, বাংলাদেশ ওয়ার্কাস পাটির্র ১৮ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০৩ জন।
সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪৭টি আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
Thursday, January 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment