শীর্ষ নিউজ, ঢাবি : শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাদলের শিক্ষকদের উদ্দেশ্য করে বলেছেন, ছাত্রলীগ যদি তাদের ওপর কোন ধরণের হামলা করে তাহলে এর দায় পুলিশ নিবে না।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ১৮দলীয় জোটের ডাকা মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দিতে যাওয়া শিক্ষকদের বাধা দিয়ে তিনি এসব কথা বলেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিনের নেতৃত্বে সাদাদলের প্রায় অর্ধশতাধিক শিক্ষক মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দেওয়ার জন্য কার্জন হলে জড়ো হয়।
No comments:
Post a Comment