মানবজমিন: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সন্ধ্যায় বিরোধী নেতা খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে তাকে কেন আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এ বৈঠক উপলক্ষে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ-ও খালেদা জিয়ার বাসায় যান। বৃটিশ দূত সেখানে যাওয়ার আগেই এ তিন নেতা বিরোধী নেতার বাসায় প্রবেশ করেন। প্রায় সোয়া ঘণ্টা বৈঠক শেষে রবার্ট গিবসন বের হয়ে যান। এর কিছুক্ষণ পর শমসের মবিন চৌধুরী বিরোধী নেতার গুলশান কার্যালয়ে যাওয়ার জন্য বের হন। বাসা থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে খালেদা জিয়ার বাসভবনে রাত ১০টা পর্যন্ত রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ অবস্থান করছিলেন। এদিকে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সিলেটে হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি। ঢাকায় অবস্থান করা জেলা বিএনপির সভাপতি এম এ হক টেলিফোনে এ হরতালের ঘোষণা দেন।
শমসের মবিনকে ছেড়ে দিয়েছে পুলিশ
Monday, December 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment